বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন ঝটিকা মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। মিছিলকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া বগুড়া শহরতলীর সাবগ্রাম এলাকায় একটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব তাণ্ডব চলে।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে শহরের বিসিক এলাকায় বিএনপি নেতাকর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এছাড়াও একই সময়ে শহরের চেলোপাড়া ও গোদারপাড়ায় এলাকায় জামায়ত-শিবিরের নেতাকর্মীরা লাঠি হাতে ঝটিকা মিছিল বের করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সকাল সাড়ে ১০টার দিকে শহরের নামাজগড় এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে দত্তবাড়ি এলাকায় গিয়ে ট্রাক, মাইক্রোবাস, কার ও সিএনজিচালিত বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়। এর কিছু পরই মুখে কাপড় বেঁধে শহরের সেউজগাড়ি এলাকায় কয়েকজন হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে সড়কে চলাচলকারী কয়েকটি পরিবহন ভাঙচুর করে।
বেলা সাড়ে ১১টার দিকে শহরের নারুলী শাফি ক্লিনিক মোড় এলাকায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। এর কিছু পরই সাবগ্রাম দ্বিতীয় বাইপাস সড়কের মোড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, হরতাল সমর্থকরা শহরের কিছু এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পুলিশ পৌঁছার পরপরই তারা পালিয়ে যায়। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন