চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামে কমনওয়েলথের দুজন প্রতিনিধি। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্র ও বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দুটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন তারা।
এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম দুটি কেন্দ্রের বিভিন্ন বুথ ঘুরে ঘুরে তাদের দেখান এবং ভোট প্রয়োগের বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করেন। সীতাকুণ্ড ডিগ্রি কলেজে পরিদর্শন শেষে সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন। দুটি কেন্দ্রে মোট দেড় ঘণ্টা ধরে বিভিন্ন বুথ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তারা কোনো কথা বলেনি, তবে এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে ঘুরে তারা পরিদর্শন করেছেন। বিশ্বের মধ্যে যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগ করা হয় ঠিক সেভাবেই ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে। তা দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। কিন্তু কয়েকটি বুথে এজেন্ট দেখতে না পেয়ে এ বিষয়ে জিজ্ঞেস করেছেন।
মন্তব্য করুন