ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তম ভোট দিয়েছেন। তিনি প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সাংগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে লড়ছেন তিনি।
ভোট দেওয়ার পর সাংবাদিকরা তার মন্তব্য জানতে উৎসুক হয়ে ওঠেন। কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ সময় তিনি বলেন, ‘এখন কথা বলার সময় না।’
এদিকে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।
নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।
এ আসনে এই দুই প্রার্থী ছাড়া আর ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোহাম্মদ ফকরুল ইসলাম (ট্রাক), তৃণমূল বিএনপির মো. জসীম উদ্দিন তালুকদার (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মো. মজিবুর রহমান (ডাব), জাকের পার্টির আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), জাতীয় পার্টির এজাজুল হক (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. মামুন সিকদার (ছড়ি)।
মন্তব্য করুন