বরগুনা-১ আসনে জালভোট দিতে গিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সদর উপজেলার ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতে সাব্বিরকে ছয় মাসের সাজা দেওয়া হয়। গ্রেপ্তার ও সাজার বিষয়টি নিশ্চিত করেছেন পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আবদুস সালাম।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাব্বির হোসেন সদর উপজেলার ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাইনসমের্ত এলাকার ছগির হাওলাদারের ছেলে।
পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আবদুস সালাম বলেন, সাব্বির হোসেন নামের এক তরুণ জালভোট দিতে এসে ধরা পড়েন। বরগুনা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দণ্ডবিধি ১৮৬০- ১৭১(চ) ধারায় সাব্বির হোসেনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
মন্তব্য করুন