ফেনী-২ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী নৌকা প্রতীক নিয়ে দুই লাখ ৩৬ হাজার ৫৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জাতীয় পার্টির সদস্য লাঙ্গল প্রতীকের প্রার্থী খন্দকার নজরুল ইসলামকে পরাজিত করেছেন তিনি। এবারের বিজয়ের মাধ্যমে হ্যাটট্রিক করলেন নিজাম উদ্দিন হাজারী।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে খন্দকার নজরুল ইসলাম পেয়েছেন চার হাজার ৮৫৮ ভোট। দুই লাখ ৩১ হাজার ৭৪০ ভোট বেশি পেয়ে নিজাম উদ্দিন হাজারী বিজয়ী হন।
এবারের বিজয়ে তিনি তিনবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে বিজয় অর্জন করলেন। এই আসনে ভোট পড়েছে ৫৬ শতাংশ।
ফেনী-২ আসনে ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৪৭৭ জন। আসনটির ১৪০ ভোটকেন্দ্রের ৮২৭ ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
মন্তব্য করুন