দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে (২৯৮ আসন) হ্যাটট্রিক জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি ২ লাখ ২০ হাজার ৮৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মিথিলা রোয়াজা। তিনি পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট।
অপর দুই প্রার্থী তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা ৯ হাজার ৫২৬ ভোট এবং এনপিপি মনোনীত আম প্রতীকের প্রার্থী মো. মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৪৫৬ ভোট।
রোববার (৭ জানুয়ারি) রাতে খাগাড়ছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৪৯ দশমিক ৯৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে বিএনপির ভোট বর্জনকে ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠাকে ছাপিয়ে ঘন কুয়াশাকে ভেদ করে সকাল ৮টায় ভোট শুরু হয়। তবে কোনো ধরনের বড় সহিংসতা ছাড়াই ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গণনা।
মন্তব্য করুন