দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে (আদিতমারী কালীগঞ্জ) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ বেসরকারিভাবে জয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে ঘোষিত ফলাফলে তিনি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সিরাজুল হকের চেয়ে ৪৬ হাজার ৯৪৬ ভোট বেশি পান। এতে টানা তিনবার বিজয়ী হয়ে হ্যাটট্রিক করলেন নুরুজ্জামান।
১৪৪টি কেন্দ্রের মধ্যে ঘোষিত অনানুষ্ঠানিক ফলাফলে নৌকা প্রতীকের সমাজকলমন্ত্রী নুরুজ্জামান আহমেদ পেয়েছেন ৯৭ হাজার ২৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক পেয়েছেন ৫০ হাজার ৫০০ ভোট। এ আসনে ভোটার ছিল ৪ লাখ ২ হাজার ৩৪ জন।
সমাজকল্যাণমন্ত্রী এই নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বিজয়ের পর সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ আদিতমারী, কালীগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আদিতমারী-কালীগঞ্জকে নতুনভাবে সাজাতে চাই।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ কালবেলাকে বলেন, নির্বাচন কমিশন সন্তুষ্ট। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে।
মন্তব্য করুন