ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে দেড় শতাধিক বাড়িঘরে হামলা-ভাঙচুর

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা
নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। ছবি : কালবেলা

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে নৌকা প্রতীকের সমর্থকরা।

ঘটনার পরপরই পরাজিত স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত সমর্থকদের বাড়ি বাড়ি ঘুরে এসব ঘটনায় প্রতিকারের আশ্বাস প্রদান করে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ করেন। অন্যদিকে সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী দুলাল শৈলকুপার পাঁচপাখিয়া গ্রামে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে ভোটকেন্দ্র দখল, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেন। তিনি একই সাথে ঝিনাইদহ-১ আসনের ২১ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি করেছেন।

এদিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ৩টি গ্রামের ৪০টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অভিযোগে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর প্রতীক বরাদ্দের আগে থেকে নৌকা প্রতীকের সমর্থকরা হামলা, হুমকি-ধমকিসহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এসব ঘটনার বিরুদ্ধে নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করা হলে নৌকা প্রতীকের প্রার্থীসহ তার সমর্থক প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে ইসির নির্দেশে আদালত ও থানায় মামলা দায়ের করে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এই অবস্থায় ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিনে মনোহারপুর, মির্জাপুর, হাকিমপুর শৈলকুপা পৌর এলাকাসহ বিভিন্ন ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ আছে, এসময় উমেদপুর, হাকিমপুর, ধলহরাচন্দ্র, মির্জাপুর, ফুলহরী ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রার্থীর পক্ষে ভোট জালিয়াতি করা হয় এবং ভোটকেন্দ্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষের ভোটাররা কেন্দ্রে আসতে পারেননি। অন্যদিকে ফলাফল প্রকাশের আগেই রোববার সন্ধ্যা থেকে তাদের বিজয়ের ঘোষণা দিয়ে নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালাতে শুরু করে। এ সময় হামলাকারীরা বাড়িঘর, আসবাবপত্র, দরজা-জানালা ভাঙচুর ও লুটপাট করে। ঘটনা জানার পরপরই সকালেই স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল ক্ষতিগ্রস্তদের কাছে ছুটে যান। সকাল থেকে রাত অবধি তিনি ক্ষতিগ্রস্ত সমর্থকদের বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং প্রতিকারের ঘোষণা দেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য দুধসর গ্রামের লালন জানান, তারা স্বতন্ত্র প্রার্থী দুলাল সাহেবের ভোট করার কারণে নৌকার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুধসর গ্রামের এক গৃহবধূ জানান, ছোট শিশুদের সামনে হামলাকারীরা বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটায়। ঘটনার সময় শিশুদের আত্মচিৎকার তাদের থামাতে পারিনি।

এ বিষয়ে শৈলকুপা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ার্দার বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। যে কোনো ব্যক্তি তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করতে পারে কিন্তু বিজয়ী হয়ে পরাজিত প্রার্থীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট কোনো সভ্য সমাজের কর্মকাণ্ড হতে পারে না। তিনি এই ঘটনার জড়িতদের শাস্তি দাবি করেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল এই বর্বরোচিত ঘটনার নিন্দা প্রকাশ করে বলেন, সকলের মানুষের তার পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করার অধিকার আছে। আজ তারা আমার ট্রাক প্রতীকের পক্ষে ভোট করার কারণে এই ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে। এটি আসলে কাম্য নয়। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দাবি করেন।

এদিকে ঝিনাইদহের সদর উপজেলায় সোমবার দুপুরে অন্তত ৪০টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে লাঠিসোঁটা আর দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘরে হামলা শুরু হয়। প্রায় দুই শতাধিক মানুষ শুড়াপাড়া, হিরাডাঙ্গা ও বাসুদেবপুর গ্রামের অন্তত ৪০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

সোমবার সকাল ৮টার পর থেকে এ হামলার ঘটনা ঘটে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের ওই সকল গ্রামে। ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর পক্ষে কাজ করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনা ঘটার সাথে সাথে শৈলকুপার বিভিন্ন পয়েন্টে ৬০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত মো. শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেখানে পুলিশ টহল দিচ্ছে। অভিযোগ এলে আইনিব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১০

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১১

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১২

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৩

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৪

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৫

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

১৬

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

১৭

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১৮

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

১৯

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X