নওগাঁর মান্দায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী কালবেলাকে বলেন, সংবাদ পেয়ে দুর্ঘটনা ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
তিনি বলেন, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালিয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
মন্তব্য করুন