চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে আরিফ (১৬) নামের এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় স্থানীয় চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা এলাকার বড়বিল নামক এলাকার রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি নিয়ে যাওয়ার জন্য তাকে খুন করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, নিহত আরিফ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া এলাকার মৌলানা আব্দুর রহমানের ছেলে। সে কর্ণফুলী উপজেলার ইছানগরের মির্জাবাড়ী সম্রাটের গ্যারেজের ব্যাটারিচালিত অটোরিকশা চালাত। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়। পরে রাতে আর গ্যারেজে আসেনি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, শুক্রবার সকালে পথচারীরা একটি অজ্ঞাতনামা গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। লাশের পরিচয় পাওয়া গেছে। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।
মন্তব্য করুন