কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ এএম
অনলাইন সংস্করণ

হালখাতা করে ধার দেওয়া টাকা তুললেন শিক্ষক

কুড়িগ্রামে হালখাতার আয়োজন করে ধারের টাকা তুললেন এক শিক্ষক। ছবি : কালবেলা
কুড়িগ্রামে হালখাতার আয়োজন করে ধারের টাকা তুললেন এক শিক্ষক। ছবি : কালবেলা

যুগ যুগ ধরে দোকানের ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন করা হলেও কুড়িগ্রামে ঘটেছে এবার এক ব্যতিক্রমী ঘটনা। জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল ধার দেওয়া টাকা তুলতে এবার অভিনব এক হালখাতার আয়োজন করেছেন। আর এ হালখাতায় সারা দিয়েছেন তার বন্ধু-বান্ধব ও পরিচিতজনেরা।

শুক্রবার (১২ জানুয়ারি) ধারের টাকা ফিরে পেতে এ হালখাতার আয়োজন করেন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। পরিচিতজন ও বন্ধুদের বিনা শর্তে ধার দেওয়া টাকা উত্তোলনে এ আয়োজন করেন তিনি। ভূরুঙ্গামারী উপজেলার কুড়িগ্রাম-সোনাহাট সড়কের অন্ধারীরঝাড় বাজারে ছামিয়ানা টাঙ্গিয়ে টেবিল চেয়ার নিয়ে বসে ধারের টাকা তুলতে দেখা যায় তাকে। এ সময় ধার নেওয়া অনেককেই শিক্ষকের কাছের ঋণ টাকা পরিশোধ করতে দেখা যায়। তাদের নাম খাতায় একটি তালিকাও করেন তিনি। পরে হালখাতায় আসা প্রত্যেকের হাতে তুলে দেন বিরিয়ানির প্যাকেটও।

অভিনব এ আয়োজনের মাধ্যমে আব্দুল আউয়াল সরকারের কাছ থেকে ধার নেওয়া টাকা ফেরত দিতে পেরে খুশি সুপিরচিতজন ও বন্ধুরা। তারা জানান, বর্তমান সময়ে ধার নেওয়া টাকা কেউ ফেরত দিতে চান না। তার এ ধারের হালখাতার মাধ্যমে বিপদে-আপদে ধার নেওয়ার প্রচলনটি টিকে থাকবে বলে মনে করছি।

হালখাতা করতে আসা যোবাইদুল ইসলাম নামের একজন বলেন, আমি গত ৬ মাস আগে আমার মেয়ের ভর্তির বিষয়ে তার কাছ থেকে ৬ হাজার ৫০০ টাকা ধার নিয়েছিলাম। পরে সমস্যার কারণে টাকা দিতে পারিনি। নির্বাচনের আগে আমার বাসায় হালখাতার চিঠি দিয়েছেন তিনি। আজ এসে টাকা পরিশোধ করলাম। টাকা পেলে দিতে হবে এটা ঠিক। কিন্তু হালখাতার মাধ্যমে ধার করা টাকা আদায়ের ঘটনা আমার জীবনে প্রথম দেখলাম। পাওনা টাকা দিতে পেরে আমারও ভালো লাগছে।

এ বিষয়ে শিক্ষার আব্দুল আউয়াল সরকার বলেন, দীর্ঘ দিনের ধার দেওয়া টাকা আমি আমার বন্ধু-বান্ধবের কাছে লজ্জায় চাইতে পারি না। তাই এক বন্ধুর দোকানে হালখাতা খেতে গিয়ে এ হালখাতার চিন্তা আমার মাথায় আসে। পরে হালখাতার আয়োজন করে টাকা তুলেছি। একজনের বিপদ একজন পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। এ চিন্তা থেকেই আমি টাকা ধার দিতাম।

তিনি বলেন, টাকা মানুষকে ধার দেই এ কারণে আমার মা আমাকে অনেক গালাগাল করতেন। আমিও অনেকবার প্রতিজ্ঞা করেছি আর কাউকে টাকা ধার দিব না। তবে প্রতিজ্ঞা রাখতে পারি না।

তিনি আরও বলেন, কিছু লোক আছে দুদিনের কথা বলে টাকা ধার নিয়ে দীর্ঘ সময়েও দেয় না। এভাবেই দেখা গেছে আমার সাড়ে তিন লাখ টাকা বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে পড়ে আছে। যাই হোক অর্থেক টাকা তুলতে পেরেছি। আসা করছি বাকি টাকাটাও উঠবে। অনেকে ঢাকায় আছে তাই তারা হালখাতায় আসতে পারেনি। তারা আমাকে ফোন করেছে এসে টাকা দিয়ে দেবে।

জানা গেছে, গত ৩ বছর যাবৎ ৩৯ জনকে তাদের অনুরোধে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ধার দেন শিক্ষক আব্দুল আউয়াল সরকার। দুই সপ্তাহ আগে ধারের টাকা আদায়ে হালখাতার জন্য চিঠি দেন তাদের। এর মধ্যে প্রায় ২০ জন হালখাতার মাধ্যমে দেড় লাখ টাকা পরিশোধ করেন। শিক্ষক আব্দুল আউয়াল সরকার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনির হাট ইউনিয়নের হাইকুমারীপাতি গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠগড়ায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন পলক

জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম গঠন দক্ষিণ সিটির

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

১০

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

১১

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

১২

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১৩

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১৪

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১৫

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৬

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৭

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৮

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৯

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

২০
X