রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়া (বিজয়নগর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মাটি কাটার ভোগান্তিতে এলাকা ছাড়ছে মানুষ

কেটে নিয়ে যাওয়া হচ্ছে ফসলি জমির মাটি। ছবি : কালবেলা
কেটে নিয়ে যাওয়া হচ্ছে ফসলি জমির মাটি। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে নিয়মিত। উপজেলার অধিকাংশ ফসলি জমিতে ভেকুমেশিন বসিয়ে ২৫ থেকে ৩০ ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। এর মধ্যে রয়েছেন স্থানীয় প্রভাবশালী নেতা, ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিরাও।

এসব মাটি বিক্রি হচ্ছে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইটভাটাগুলোতে। দিন-রাত ট্রাক চলাচলের বিকট শব্দে এবং রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির ভোগান্তিতে এলাকার অনেক মানুষ বাড়িঘর তালা ঝুলিয়ে অন্যত্র চলে যাচ্ছে।

ফসলি জমির মাটি বিক্রি হচ্ছে বিজয়নগর উপজেলার বিভিন্ন ইটভাটাগুলোতে। দীর্ঘদিন ধরে এসব মাটি কাটার কাজ চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে করে হুমকির মুখে পড়েছে উপজেলার অধিকাংশ ফসলি জমি, বিপর্যস্ত হচ্ছে রাস্তাঘাট, বিপন্ন হচ্ছে জনজীবন।

সচেতন মহল যারা প্রতিবাদ করছে, তাদেরও বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে মাটি কাটার চক্রটি। এই অব্যাহত মাটিকাটা ও মাটি অনত্র্য নেওয়ার কারণে ব্যবহৃত ট্রাকের বেপরোয়া চলাচলে গ্রামীণ সড়কগুলো ভেঙে যাচ্ছে। ধুলাবালি ও কাদামাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রাম। রাতদিন নিয়মিত বেপরোয়া গাড়ির চলাচলে রাস্তার পাশে বসবাসরত অনেক লোক বাড়িঘর ছেড়েও চলে যাচ্ছে।

সরেজমিনে বিজয়নগর উপজেলার চম্পকনগর, বুধন্তী, চান্দুরা, ইসলামপুরসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ওই গ্রামের প্রত্যন্ত ফসলি জমির মাঠে চাষাবাদ না করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। কয়েক মিনিট পরপর এক একটি ট্রলি ট্রাকে ভরে এসব মাটি নেওয়া হচ্ছে পাশের ইট ভাটাগুলোতে। সকাল ৮টা থেকে রাত পর্যন্ত চলে এসব মাটি কাটার মহোৎসব। কোথাও কোথাও রাতের আঁধারে বসানো হয় ভেকু মেশিন। সেখানে রাতভর চলতে থাকে মাটি বহন করা গাড়ি। মাটির গাড়ি চলাচলের বিকট শব্দে ঘুমাতে পারেন না বলে অভিযোগ গ্রামবাসীর। গ্রামবাসীর পক্ষে কাজী আশিক জানান, বিজয়নগরে অনেক ইটভাটা থাকার কারণে মাটির চাহিদা বেশি। মাটি ব্যবসায়ীরা সহজলভ্য সুযোগটি ব্যবহার করে লোকজনকে টাকার লোভ দেখিয়ে নির্বিচারে মাটি কেটে ইটভাটায় বেচে দিচ্ছে।

বুধন্তী গ্রামের মাটি ব্যবসায়ী মনিরের সঙ্গে আলাপ করলে তিনি জানান, প্রতি গাড়ি মাটি ২৫০০ করে দিতে হবে। ফসলি জমি নষ্ট করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কৃষকের কাছ থেকে জায়গা কিনে আমরা মাটি কাটি। বৈধ-অবৈধ বুঝি না। কৃষক কেন বিক্রি করে তাদের ধরেন।

ইসলামপুর গ্রামে কলেজের পেছনে আবাদি জমির মাঝখানে ভেকু বসিয়ে নির্বিঘ্নে মাটি কাটছেন হাবিব সরদার। সংবাদ কর্মীর উপস্থিতি টের পেয়ে তিনি ছবি তোলার কারণ জানতে চান। অতঃপর তিনি সাংবাদিকের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করে। তিনি জানান, প্রশাসনের অনুমতি নিয়েই মাটি কাটেন।

মাটি ব্যবসায়ীদের সম্পর্কে মির্জাপুর গ্রামের লিটন জানান, তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ। এসব ভূমিদস্যু মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চায় না। যারা তাদের বিরুদ্ধে অভিযোগ করে তাদের অনেক ক্ষতি করে। এসব ব্যবসায়ীদের অত্যাচারে অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছেন।

চম্পকনগর গ্রামের মাটির ব্যাবসায়ী মিলনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ইউনিয়ন কমপ্লেক্সের জায়গা ভরাট করার জন্য তিনি আপাতত মাটি কাটছেন। বৈধ-অবৈধ এর বিষয় তিনি জানেন না।

বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মেহেদী হাসান খান শাওন জানান, রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কয়েকটি জায়গা থেকে অভিযোগ পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে সেখানে আমার লোক পাঠিয়েছি। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অবৈধভাবে মাটি কাটা সম্পর্কে বিজয়নগর থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, যে কোনো অন্যায় কর্মকাণ্ড প্রতিহত করার ব্যাপারে আমরা সর্বদা জাগ্রত। তবে মাটি কাটার বিষয়গুলো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরাসরি দেখে থাকেন। উনার মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য যখন যতজন পুলিশ দরকার হয় আমি তা দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১০

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১১

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১২

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৩

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৪

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৫

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৬

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৭

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১৮

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৯

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

২০
X