জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছবি : কালবেলা
পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ছবি : কালবেলা

শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানায় মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি দাউদ খানকে (৫৫) রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নের মেছের আলী মুন্সি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা মুক্তিযোদ্ধার ছেলে মোজাম্মেল মাদবরকে (৪২) আটক করে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহত দাউদ খান মেছের মুন্সী কান্দি গ্রামের মৃত ইসমাইল খানের ছেলে। আটক মোজাম্মেল মাদবর (৪০) একই এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরের ছেলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আগে থেকেই দাউদ খানের সাথে মোজাম্মেল মাদবরদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাদবরকে হত্যা করা হয়। ওই হত্যা মামলার আসামি ছিলেন দাউদ খান।

বিষয়টি নিয়ে দাউদ খান এর মেয়ে নিঝুম কালবেলাকে জানান, গত ৭ জানুয়ারি আমার বাবাকে মোজাম্মেল মাদবর মেরে ফেলার হুমকি দিয়ে যায়। তারই ধারাবাহিকতায় গত রাতে এই নৃশংস হত্যাকাণ্ড চালায় তারা। আমার বাবাকে এমনভাবে মারা হয়েছে আমি তার চেহারা পর্যন্ত দেখতে পারিনি। আমি এর কঠিন বিচার চাই।

দাউদ খানের বোনজামাই ফারুক গোমস্তা জানান, গতকাল রাতে বাড়িতে ফিরছিলেন দাউদ খান। বাড়ির সামনে আসলে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপায়। এ সময় তার মাথায়, মুখে, পিঠে, ও পায়ে উপর্যুপরি কোপায় তারা। মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ সেখানে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় ঠান্ডু চোকদার জানান, গতকাল সন্ধ্যায় দাউদ খান শিকদার মার্কেট বাজারে এসে আমাদের জানায়, মোজাম্মেল মাদবর আর জুলফিকার আলি মেম্বাররা তার জমি দখল করেছে এবং তাকে খুন করার হুমকি দিয়েছে। আমরা তখন তাকে থানা পুলিশের কাছে যেতে বলি। আজকে সকালেই শুনি দাউদ খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পশ্চিম নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ঢালী কালবেলাকে বলেন, রাতের আঁধারে কে বা কারা এমন জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। আমরা কিছুই জানতে পারিনি। সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।

পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম জানান, আমরা সকালে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পাশাপাশি স্থানীয়দের হাত থেকে মোজাম্মেল মাদবরকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানা হেফাজতে নেই। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবিনের মৃত্যুরহস্য, গ্রেপ্তার গায়কের ভাই

রাতে সরকারি রাস্তার গাছ কেটে সাবাড়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১১

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১২

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১৩

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৪

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৫

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১৬

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১৭

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৮

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৯

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

২০
X