সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছেন বন বিভাগের কর্মীরা। সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনে কোবাদক স্টেশনের কালিরখাল এলাকা তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নৌকা, তিনটি বিষের বোতল ও জাল উদ্ধার করা হয়।
আটক জেলেরা হলেন কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের লোকমান খানের ছেলে রইজ উদ্দীন খান (৪৫) ও লুৎফর মোল্যার ছেলে মাছুম মোল্ল্যা (৩৫)।
পরে হোগলধারি খাল এলাকায় আরও একটি অভিযানকালে দুটি নৌকা জব্দ করে বন বিভাগ। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে জেলেরা সুন্দরবনে পালিয়ে যান। এ তথ্য নিশ্চিত করেছেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন