যশোরে অভিযান চালিয়ে ২৮ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) আনুমানিক সকাল ৯টার সময় ঝিকরগাছা থানা পার বাজার মোড়ে বেনাপোল থেকে যশোরগামী লোকাল বাসের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- মো. স্বপন হোসেন, সুজন (৩২), সজীব হোসেন, সোহান (২৪), সাব্বির হোসেন, সৈকত (২০), মো. রাহাত হোসেন, রকি (১৯)।
ঝিকগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন