তীব্র শীতে কাঁপছে গোটা দেশ। একরকম যুবথুব অবস্থা। একটু উষ্ণতার পরশ নিতে ছিন্নমূল মানুষ যখন চেয়ে রয়েছে, ঠিক এমন সময় সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলে পল্লীর শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌঁছে দিচ্ছেন পাইকগাছা উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ আল-আমিন।
তিনি জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রোববার গভীর রাতে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়াস্থ কপোতাক্ষ নদের তীরে বসবাসরত জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম ও ইউপি সদস্য মীর আনোয়ার ইলাহী।
মন্তব্য করুন