ফেনীর দাগনভূঞায় প্রশিক্ষণপ্রাপ্ত পল্লীচিকিৎসক পরিচয় দেওয়া আবদুল মান্নান নামে এক ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এই ব্যক্তি সনদের আসল কপি দেখাতে পারেননি, ফটোকপিতে সনদের সিরিয়াল ও রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যায়নি। অভিযানের সময় তিনি নিজেও স্বীকার করেন, তিনি যেসব ওষুধ দিচ্ছেন সেগুলো দেওয়ার অনুমতি তার নেই। এ ছাড়াও ফার্মেসিতে তিনি নিয়মবহির্ভূত মুরগির ওষুধ বিক্রি করে আসছেন। এ সময় তার ফার্মেসির ফ্রিজের টেম্পারেচার মিটারও দেখতে পাইনি।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন বলেন, আসল সনদ, ফটোকপির অসত্য তথ্য, টেম্পারেচার মিটারহীন ফ্রিজ, নিয়মবহির্ভূত মুরগির ওষুধ বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন