চার বছর ধরে প্রেম, কিন্তু বিয়ে করতে নানা অযুহাত দেখানোয় প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। ঘটনাটি রংপুরের পীরগাছার দাদন গ্রামের। ওই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ধলু মিয়ার ছেলে প্রেমিক মিসবাউল হক মীমের বাড়িতে শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকে অবস্থান করছে ওই প্রেমিকা।
কিশোরী জানায়, তারা দুজন গাইবান্ধা সরকারি কলেজে অনার্সে পড়ছেন। স্থানীয় স্কুল-কলেজে পড়াশোনা করার সময় চার বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক মিসবাউল হক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিনেও বিয়ে না করে তালবাহানা করায় আজ বিয়ের দাবি নিয়ে এই বাড়িতে এসেছে। তরুণী জানায়, মিসবাউল হক যদি তাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে।
এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক মিসবাউল হক বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন