দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্বাপর দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
শনিবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া সংলগ্ন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা, পৌর শাখা ও সকল ইউনিয়ন শাখার আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মাদারীপুর ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি স্বপন রায়, সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি সুনীল বৈদ্য শচী, সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন কুমার বিশ্বাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক জীবন কুমার দে গোপাল, সাংগঠনিক সম্পাদক আশীষ দেবনাথ নকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার কোষাধ্যক্ষ ঝলক দেবরায়সহ সনাতনী নেতারা।
ভানুলাল রায় বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নতুন কোনো বিষয় নয়। এটা অত্যন্ত পুরোনো বিষয়। নির্বাচন এলেই সংখ্যালঘুরা কোনদিকে ভোট দিবে সেটা নিয়ে একটি উচ্ছৃঙ্খল আচরণ শুরু হয়, কেউ বলে ভোটে যাবে না আবার কেউ বলে ভোটে যাও। এই গ্যাঁড়াকলের মধ্যে সংখ্যালঘুরা আছি আমরা, সব ধর্মের মানুষ মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করা হয়েছে। এই দেশে সব ধর্মের মানুষদের সমান অধিকার থাকা প্রয়োজন। সরকারের কাছে আমাদের দাবি সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক সমীরণ সরকার, শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পাল ও পরিমল সিং বাড়াইক।
মন্তব্য করুন