সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে উল্টে গিয়ে সাহিদ আহমদ (১৮) নামের তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি বৈটিকর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমন চন্দ্র বলেন, শুক্রবার সন্ধায় বৈটিকরস্থ সিএনজি পাম্প থেকে প্রাইভেটকারে গ্যাস নিয়ে ওই তরুণ বের হয়। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের বৈটিকর বাজারের পাশে সড়কেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা সাহিদ আহমদ নামের ওই তরুণ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মন্তব্য করুন