গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রলোভনে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম-আমিনুল ইসলাম (২৭)। তিনিও পোশাক শ্রমিক।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে আমিনুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগীর বড় বোন ধর্ষণের অভিযোগ এনে আমিনুলের বিরুদ্ধে মামলা করেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাড়িওয়ালা পাড়ার মো. লাল মিয়ার ছেলে। শ্রীপুর পৌরসভার গিলারচালায় ফজর আলী ফকিরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি আমিনুল বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাসায় ওই নারী পোশাক শ্রমিককে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী আমিনুলকে বিয়ের জন্য চাপ দিলে তিনি গা ডাকা দেন।
মামলার বাদী বলেন, আমার বোনকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি পালিয়ে যান। আমি গত ২৪ জানুয়ারি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করি।
শ্রীপুর থানার ওসি মো. শাহ্জামান জানান, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন