ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থেকে ৯শ ৪৫ গ্রাম হেরোইনসহ ১ জনকে আটক করা হয়েছে। র্যাবের দেওয়া তথ্য মতে এর আনুমানিক বাজারমূল্য ৯৪ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা থেকে মো. রহিম আলী নামে এই মাদক কারবারিকে আটক করে র্যাব-৪।
শনিবার (২৭ জানুয়ারি) র্যাবের প্রেস ব্রিফিং শেষে আটক মাদক ব্যবসায়ীকে আশুলিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো. জুটু আলীর ছেলে মো. রহিম আলী (২৮)।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই রহিম আলী দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক কিনে এনে সাভার-আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যবসা পরিচালনা করছিল। গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে হিরোইনসহ তাকে আটক করে।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। আটক রহিম আলীকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন