ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘জেলে যেতে’ ডিসি অফিস ভাঙচুর যুবকের

ডিসি অফিস ভাঙচুর যুবকের। ছবি : সংগৃহীত
ডিসি অফিস ভাঙচুর যুবকের। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে (ডিসি) হামলা ও ভাঙচুর করেছেন নাসির উদ্দিন (২৫) নামে এক যুবক। তাকে থামাতে গিয়ে গুরুতর আহত হন পুলিশের এক কর্মকর্তা। পরে যুবককে আটক করে পুলিশ।

শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।

জানা গেছে, নাসির উদ্দিন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের পারু পাড়া গ্রামের বাসিন্দা।

ডিসি অফিসের নিরাপত্তাপ্রহরী হরকান্ত রায় বলেন, সকালে এক যুবক ইট দিয়ে মূল ফটকের তালা ভেঙে অফিসের ভেতরে ঢুকে পড়েন। এ সময় তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তিনি আমাকে ধাওয়া করেন। পরে ওই যুবক অফিসের ১০ কক্ষের ৩১টি দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন।

তিনি আরও বলেন, ওই যুবক জেলা প্রশাসকের কক্ষ, সভাকক্ষ, মুক্তিযোদ্ধা কর্নার, অভ্যর্থনা, অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষ, প্রশাসনিক কর্মকর্তার কক্ষ ভাঙচুর করে। এ সময় তিনি নেজারত শাখার প্রিন্টার মেশিন ও চেয়ার ভাঙচুর করেন। তাকে কোনোভাবে থামানো যাচ্ছিল না। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটকের চেষ্টা করে। তাকে আটক করতে গিয়ে ঠাকুরগাঁও থানার এসআই মামুনুর রশিদ হামলার শিকার হন। আহত পুলিশ কর্মকর্তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাসির উদ্দিন বলেন, ‘কোনো অপরাধ না করলে পুলিশ আমাকে আটক করে না। তাই পুলিশের হাতে আটক হওয়ার জন্যই এ ঘটনা ঘটিয়েছি।’

তিনি আরও বলেন, শুক্রবার (৭ জুলাই) রাতে ঠাকুরগাওঁ শহরের বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে রাতযাপন করি। পরে আজ শনিবার সকালে মোটরসাইকেলে ডিসি অফিসে এসে ভাঙচুর করি।

গেদুরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, নাসির এলাকার একটি মক্তবের শিক্ষক ছিলেন। তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়লে পরিবারের সদস্যদের মারপিট করে এবং বাড়ির মালামাল ভাঙচুর করতেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ কবির বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানা যাবে।

জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এটি অত্যন্ত খারাপ একটি কাজ হয়েছে। হামলার সময় ডিউডিতে কে ছিলেন এবং তার ভূমিকা কী ছিল, এটি আমরা দেখব।

অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সকালে আমরা এ ঘটনা শুনতে পাই। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। জেলে যাওয়ার জন্য নাসির ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তিনি স্বীকার করেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১০

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১১

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

১২

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১৩

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৪

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৫

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৬

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৭

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৮

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৯

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

২০
X