সৌদি আরবে একটি ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন এক বাংলাদেশি। নিহত যুবকের নাম ইউসুফ (২৫)। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দী ইউনিয়নের চাঁদখালী গ্রামে।
পৌনে চারমাস আগে দেশটির আভা শহরে একটি ভবনের সাইনবোর্ড লাগাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার দুই মাস আগে দেশটিতে পাড়ি জমান তিনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ইউসুফের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগের দিন সোমবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সৌদি আরব থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মৃতদেহের কফিন আসে।
ইউসুফের ভাই আমিনুল ইসলাম রুবেল বলেন, বিমানবন্দর থেকে ভাইয়ের মরদেহের কফিন এনেছি। এরচেয়ে বেদনা আর কী হতে পারে।
পরিবারের দাবি, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলেও সে দেশের কোম্পানির পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। পরিচিতজনদের আর্থিক সহায়তায় মৃতদেহ দেশে এনেছি।
মন্তব্য করুন