দীর্ঘ ২৭ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হলো না আলমগীর হোসেনের। র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন অবশেষে। যৌতুক মামলায় সাজা এড়াতে প্রবাসে পালিয়ে ছিলেন তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) র্যাব-৮ এর হাতে গ্রেপ্তার হন তিনি।
আলমগীর হোসেন (৫৯) নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজি মানিক শাহ শরীফের ছেলে। যৌতুক মামলায় আদালত এক বছরের সাজা দিয়েছিলেন তাকে।
বুধবার (৩১ জানুয়ারি) র্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপপরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
র্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠি আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করা হয়। ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রায় ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান তিনি। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন