কুড়িগ্রামে খাবারের খোঁজে লোকালয়ে এসেছে বানর। হঠাৎ টিনের চালে, গাছের ডালে বানরের ছোটাছুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষজন। আবার উন্মুক্ত অবস্থায় বানরের কাণ্ড দেখে অবাক হচ্ছেন অনেকেই। বিশেষ করে লোকালয়ে ছুটে আসা বানর দেখে শিশু ও কিশোর বয়সীরা আনন্দে মেতেছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন স্টেশন পাড়া এলাকায় বানরটি দেখতে পায় স্থানীয়রা।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পুরাতন স্টেশন পাড়া বাজারে একটি টিনের চালে বানরটিকে দেখতে পায় স্থানীয়রা। বানরটি টিনের চালে ছোটাছুটি করতে দেখে জনতার ভিড় জমে। পরে মানুষের উপস্থিতি দেখে পাশে থাকা কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালের ভেতরে লাফিয়ে যায়।
স্থানীয়দের মতে, কুড়িগ্রামে কোনো বন নেই। হয়তো ভারত সীমান্ত পেরিয়ে খাবারের লোভে খাবারের পিকআপ বা ট্রাকে করে বানরটি লোকালয়ে এসেছে।
বানর দেখতে আসা মো. আলম মিয়া বলেন, চিড়িয়াখানা বা সার্কাসে বানর দেখেছি। তবে আজকে উন্মুক্ত বানরের ছোটাছুটি দেখে খুবই ভালো লেগেছে। হয়তো খাবারের সন্ধানে বানরটি এখানে এসেছে। তবে আমরা ভয়ের চেয়ে অনেক আনন্দ উপভোগ করেছি।
কুড়িগ্রাম জেলা সহকারী বন সংরক্ষক মোহাম্মদ রাশিদ আরিফ বলেন, কুড়িগ্রামে আশপাশে বড় বন না থাকায় এ অঞ্চলে বানর আসার সুযোগ নেই। তবে সীমান্ত পেরিয়ে ফলের ট্রাকে ফল খাওয়ার লোভে আসতে পারে। এ বানরগুলো কোথাও স্থির থাকে না। একটু পর পর স্থান বদল করে। তারপরও আমরা বিষয়টি দেখছি।
মন্তব্য করুন