নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বরগুনার আমতলী পৌরসভার বর্তমান মেয়র মতিয়ার রহমান মতিকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৭ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদীর স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, পৌরসভা নির্বাচন বিধিমালা ২০০৫ এর ৪ ধারা সুস্পষ্ট লঙ্ঘন করে আসন্ন আমতলী পৌরসভা সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে বর্তমান মেয়র মতিয়ার রহমান মতি পৌরসভার সুবিধা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টিউবওয়েল, ঢেউটিন ও আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে অভিযোগ দাখিল করা হয়।
নোটিশে আরও বলা হয়, অভিযোগের ভিত্তিতে পৌরসভা নির্বাচন বিধিমালা ২০০৫ এর ৩১ ধারা মোতাবেক কেনো আমতলী পৌরসভা মেয়র মতিয়ার রহমান মতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানো হবে না, তার উপযুক্ত কারণ ব্যাখাসহ তিন দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি আসন্ন আমতলী পৌরসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী গাজী সামসুল হক জেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে আমতলী পৌরসভার বর্তমান মেয়র মতিয়ার রহমান মতি নির্বাচনী ফলাফল তার পক্ষে নেওয়ার জন্য অসৎ উদ্দেশ্যে পৌরসভার কার্যালয়সহ পৌরসভার সকল সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টিউবওয়েল, পুল, জনপ্রতি ২ থেকে ৫ বান করে ঢেউটিন, বিনা টাকায় পানির সংযোগ দেওয়া, হোল্ডিং ট্যাক্স ও পানির বিল মওকুফ এবং আর্থিক অনুদান প্রদানসহ পৌরসভার কর্মচারীদের নির্বাচনী প্রচার কাজে ব্যবহারের কথা উল্লেখ করেন।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী মোবাইল ফোনে কালবেলাকে বলেন, এক সম্ভাব্য প্রার্থীর লিখিত অভিযোগের কারণ ও ব্যাখা জানতে একজন সম্ভব্য প্রার্থী হিসেবে আমতলী পৌরসভা মেয়র মতিয়ার রহমান মতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার পরে একজন মেয়র এমন কাজ করতে পারবেন না।
মন্তব্য করুন