দিনাজপুরে আবারও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। হঠাৎ করেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। তবে সকালে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসের জন্য কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।
আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের রিকশাচালক আফজাল হোসেন বলেন, ‘কিছু দিন থেকে ঠান্ডা কমে গেছে। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) থেকে কেন জানি খুব ঠান্ডা পড়ে গেছে। আজ (শুক্রবার) তো আরও বেশি ঠান্ডা পড়ছে। রোদ উঠছে কিন্তু রোদের তো তেমন তাপ নেই, ঠান্ডা বাতাস মানুষকে কাহিল করে দিচ্ছে। এ জন্য রাস্তায় লোকজনও কম।’
একই এলাকার কৃষক আসাদুল ইসলাম বলেন, ‘বোরো ধান রোপণ শুরু করেছি। কয়েক দিনের চেয়ে আজ একটু ঠান্ডা বেশি।’
দিনাজপুর আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, আজ দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা সকাল ৬টায় ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ ও বাতাসের গতি শূন্য নটস এবং সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৩ শতাংশ ও বাতাসের গতি ৩ নটস রেকর্ড করা হয়েছে। হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। এমন তাপমাত্রা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামীতে বৃষ্টি হলেও তাপমাত্রা বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন