শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রঙিন ফুলকপি চাষে ৫ গুণ লাভ করলেন জালাল

নিজের চাষ করা রঙিন ফুলকপি বাগানে কৃষি কর্মকর্তার সঙ্গে চাষি জালাল হোসেন। ছবি : কালবেলা
নিজের চাষ করা রঙিন ফুলকপি বাগানে কৃষি কর্মকর্তার সঙ্গে চাষি জালাল হোসেন। ছবি : কালবেলা

নওগাঁয় রঙিন ফুলকপি চাষ করে খরচের ৫-৬ গুণ লাভ করেছেন চাষি জালাল হোসেন। এটিই জেলায় প্রথমবার বাহারি রঙের ফুলকপি চাষের সফলতা। এতে এলাকার অন্য কৃষকদের মাঝে রঙিন ফুলকপি চাষে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

জেলার সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের কসবা গ্রামে বাড়ির পাশে ১২ শতক জমিতে রঙিন ফুলকপি চাষ করছেন জালাল। বাহারি রঙের ফুলকপি চাষ করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন তিনি। প্রতিদিনই হলুদ, বেগুনি রঙের ফুলকপি দেখতে ও কিনতে ভিড় করছেন ক্রেতারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রঙিন ফুলকপি কম খরচ ও কম পরিশ্রমে চাষ করে লাভবান হওয়া সম্ভব। চারা রোপণের ৭০-৮০ দিনের মধ্যেই এ কপি বিক্রি করা যায়। একেকটি কপির ওজন হয় প্রায় দুই কেজি। জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের বদলে ব্যবহার করা হয় জৈব সার ও ফেরোমন ফাঁদ।

এ ছাড়াও সাদা ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির পুষ্টিগুণ বেশি। বাজারে চাহিদাও বেশি। দেখতে সুন্দর এ কপি অর্ধসিদ্ধ করেই খাওয়া যায়। আগামীতে রঙিন ফুলকপি চাষ অনেকটাই বাড়বে বলে আশাবাদ উপজেলার কৃষি বিভাগের।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুল ইসলাম বলেন, আমার জানা মতে, নওগাঁয় প্রথমবার জালাল হোসেন বাহারি রঙের ফুলকপি চাষ করে সফল হয়েছেন। এলাকার অন্য কৃষকদের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছেন তিনি। সাধারণ ফুলকপি যেখানে ২০-৩০ টাকায় বিক্রি হয়, সেখানে এটি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, লাভবান হওয়ার পাশাপাশি এ রঙিন ফুলকপিতে ভিটামিন এ, সি, কে, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এন্টিঅক্সিডেন্টসহ মানবদেহে উপকারী বিভিন্ন উপাদান আছে।

জালাল হোসেন জানান, গত বছর কৃষি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে ভিডিও ফুটেজে রঙিন ফুলকপি চাষ দেখে সেখান থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। প্রথমবারের মতো ১ হাজার চারা এনে জমিতে রোপণ করেন তিনি।

জালাল আরও জানান, ১২ শতক জমিতে দুই রকমের ফুলকপি চাষ করেছি। এতে খরচ হয়েছে প্রায় ৮ হাজার টাকা। প্রতি পিস কপি ৪০-৫০ টাকা দামে বিক্রি করছি। এখন পর্যন্ত ২০ হাজার টাকার মতো কপি বিক্রি করেছি। জমিতে আরও যে পরিমাণ ফুলকপি আছে, তা বর্তমান বাজার দরে আরও ২৫ হাজার টাকা বিক্রি করা যাবে। ৮ হাজার টাকা খরচ করে ৪৫ হাজার টাকার রঙিন ফুলকপি বিক্রি করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

জামায়াত প্রার্থীকে শোকজ

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

ঢাকা কলেজে উত্তেজনা

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

১০

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

১১

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

১২

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

১৩

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

১৪

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

১৫

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

১৬

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

১৭

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

১৮

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

১৯

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

২০
X