পরীক্ষা দিতে এসে আর বাড়ি ফেলা হলো না এসএসসি পরীক্ষার্থী নাহিদ হোসেনের। কেন্দ্রে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জে ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নাহিদ দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের কোনাখোলা গ্রামের মো. আবুল কালামের ছেলে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকাল পৌনে ১০টায় শাক্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাহিদ হোসেন পরীক্ষা কেন্দ্রে আসার পর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার পিতা কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ জানান, নাহিদের ইতোপূর্বে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। সে অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছার পর সে জ্ঞান হারিয়ে পড়ে যায়।
মন্তব্য করুন