‘আমার মেয়েটাকে দেখো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না’ লিখে আত্মহত্যা করেছেন গৃহবধূ আলো আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহবুব আলম।
নিহত গৃহবধূ আলো আক্তার (২৩) কেরানীগঞ্জ মডেল থানার রামেরকান্দা গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর গ্রামে স্বামীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল- ‘প্রিয় স্বামী, আমি আমার জীবনে অনেক বড় ভুল করেছি। আমার মেয়েটাকে দেখো। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার ভুলের কারণে আমি এই পৃথিবী ছাড়তে বাধ্য হলাম। ইতি তোমার বউ।’
স্থানীয়রা জানান, সাত বছর আগে আলো আক্তারের সঙ্গে মিলনের বিয়ে হয়। আসিয়া আক্তার (৫) নামে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্বামী মিলন কুয়েত প্রবাসী।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহবুব আলম বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে এস আই তারেকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে চিরকুটটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন