যশোর ব্যুরো
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধীর অন্য পরিচয় বিবেচ্য বিষয় নয় : এসপি প্রলয় জোয়ারদার

পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি প্রলয় জোয়ারদার। ছবি : কালবেলা
পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসপি প্রলয় জোয়ারদার। ছবি : কালবেলা

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, আমরা অপরাধীকে অপরাধী হিসেবেই দেখি। এ ক্ষেত্রে তার অন্য কোনো পরিচয় বিবেচ্য বিষয় নই। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যশোরের চলমান পুলিশের অভিযান নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের ভূমিকা নিয়ে নানা মতামত উঠে আসে। একইসঙ্গে পুলিশ সুপার তার বক্তব্যে জেলা পুলিশের অবস্থান ব্যাখা করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফেব্রুয়ারি মাসে যশোর জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ অভিযানে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলন, মেহবুব রহমান ম্যানসেলসহ অন্তত ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও অস্ত্র। এসব ঘটনায় ১০৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশের এই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধিদের একাংশ। ওই জনপ্রতিনিধিরা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের অপসারণও দাবি করেন। তবে জেলা আওয়ামী লীগের বড় একটি অংশ এবং জনপ্রতিনিধিরা পুলিশি কার্যক্রমকে স্বাগত জানাচ্ছে।

এ বিষয়ে পুলিশের অবস্থান তুলে ধরে মতবিনিময় সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং তা চলমান আছে। যশোরের যারা চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকাসক্ত, মাদকের গডফাদার ও আশ্রয়-প্রশ্রয়দাতা, তাদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। কোনো জনপ্রতিনিধি কিংবা শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে এই অভিযান নয়। জনপ্রতিনিধিরা সম্মানিত ব্যক্তি।

প্রলয় কুমার জোয়ারদার আরও বলেন, আমরা মনে করি পুলিশের চলমান অভিযানে চিহ্নিত সন্ত্রাসী অনেকেই গ্রেপ্তার হয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধার করেছি।

সাংবাদিকদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, আপনাদের কাছে যদি কোনো চিহ্নিত সন্ত্রাসী ও তাদের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকে তা আমাদের দেবেন। আমরা যথাযথ ব্যবস্থা নেব। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা আইনানুগভাবে, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করব।

সংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার আরও বলেন, আমরা শান্তি ও স্বস্তির যশোর নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এটি যশোর শহরের পাশাপাশি অন্য উপজেলায়ও চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচআর তুহিন, সাংবাদিক শিকদার খালিদ, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিতাসের নেতৃত্বে ঐশী-রিফতি

ভারত থেকে এলো ৫১০ টন চাল

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজে চাকরির সুযোগ

বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী নিহত

মদ্যপ অবস্থায় সাবেক ভারতীয় ক্রিকেটার গ্রেপ্তার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ বছরে হতাহত ১৮ লক্ষাধিক সেনা

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

হরমুজ প্রণালির আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান

ইতালির ইমিগ্রেশন এবং নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

বিএনপির আরও ৪ নেতাকে দুঃসংবাদ

১০

মস্তিষ্ক ভালো রাখবে ফাইবার

১১

জার্মানির তৈরি অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী সস্ত্রীক আটক

১২

পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক

১৩

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

১৪

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

১৭

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

১৮

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

১৯

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

২০
X