খাগড়াছড়িতে পর্যটকবাহী বাসের সঙ্গে চাঁদের গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। তারা সবাই চাঁদের গাড়ির যাত্রী। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে চাঁদের গাড়িটি গুইমারা যাচ্ছিল। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী রকি পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন চাঁদের গাড়ির দুই নারী যাত্রী।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। তারা সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন