

সিরাজগঞ্জের শাহজাদপুরে ধান রোপণের জন্য জমি প্রস্তুতকালে বজ্রপাতে হাবিবুর রহমান হাবিব নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে পোরজনা ইউনিয়নের চর কাঁদাই গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। হাবিবুর রহমান হাবিব (২৮) ওই গ্রামের লিয়াকত বেপারির ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে হাবিবুর রহমান হাবিব তার বাবা-মায়ের সঙ্গে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যান। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় হাবিব দৌড়ে সেচঘরে ওঠার চেষ্টা করে। এসময় বজ্রপাতে আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। আহত হাবিবকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, সকালে এক ব্যক্তির মৃত্যুর কথা শুনেছি। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে জেনেছি বজ্রপাতে ওই ব্যক্তি মারা গেছেন।
মন্তব্য করুন