মানিকগঞ্জে বেপরোয়া গাতির মোটরসাইকেল চাপায় বিজয় নামের এক যুবক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার পৌরসভার ২নং ওয়ার্ডের নবগ্রাম এলাকার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘাটে।
নিহত বিজয় (১৭) পৌরসভার ৩নং ওয়ার্ডের লখন্ডা এলাকার বসিন্দা জিবনের ছেলে। গুরুতর আহতরা একই এলাকার বাসিন্দা- বাদশা মিয়ার ছেলে সামির (১৯), সুনা মিয়ার ছেলে রাব্বি (১৮)। মোটরসাইকেল চালক আহত মো. ইয়ামিন (২০) পৌরসভার ২নং ওয়ার্ডের উচুটিয়া এলাকার আলী হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নবগ্রাম হাই স্কুলের রাস্তার পাশে বসে ছিল তিন বন্ধু বিজয়, সামির ও রাব্বি। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিল ইয়ামিন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাসে থাকা তিন বন্ধুর ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়।
এ ঘটনায় চারজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার বিজয়কে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
এ বিষয়ে সদর থানার ওসি মো. হাবিল হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন