জয়পুরহাটে হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার অর্থদণ্ডসহ আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার সোডাহার ধারকী গ্রামের আব্দুর রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান এবং সিরাজুল ইসলাম। রায় ঘোষণার পর আসামিদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। এ মামলায় আদালত ২ আসামিকে খালাস দিয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ নভেম্বর সদর উপজেলার হিচমি মাঠের ৯৭০ দাগের জমিতে দিনমজুর নিয়ে ধান কাটতে যান নূরুল হক। সকাল ৯টার দিকে ধান কাটার সময় আসামিরা লাঠি, লোহার রড ও কুড়াল নিয়ে তাদের আক্রমণ করে। এতে গুরুতর আহত হন নূরুল হক ও মোজাহার আলী। নূরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ওই দিন দুপুর পৌনে ২টায় মারা যান।
এ ঘটনায় নিহত নূরুল হকের ছেলে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক ২০১৪ সালের ৩০ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মন্তব্য করুন