বরিশালে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২ মার্চ) সকালে মামলা হয়েছে। ভাড়া নিয়ে তর্কের জেরে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায়। আহত সৌদি প্রবাসী যাত্রীর নাম মো. কালু সরদার (৪৬)। তিনি গৌরনদীর নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে। মামলার বাদী আহতের শ্যালক সাইদুল ইসলাম।
আহত যাত্রীর স্ত্রী নাজনীন বেগম বলেন, তার স্বামী সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। তিনিসহ চাচাতো ভাই সাইদুল ও কবির গত বৃহস্পতিবার বিকেলে বরিশাল বাস টার্মিনাল থেকে গৌরনদীর উদ্দেশ্যে বেপারী পরিবহনের একটি বাসে উঠেন। পরবর্তীতে বাস থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। পরবর্তীতে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মামলার বাদী আহতের শ্যালক সাইদুল ইসলাম বলেন, তারা তিনজন বেপারী পরিবহনের বাসে গৌরনদীর উদ্দেশ্যে রওনা হন। পথে ভাড়া নিয়ে বাসের মধ্যে সুপারভাইজার, হেলপার ও চালকের তর্ক এবং হাতাহাতি হয়। এর জেরে তার বোনের স্বামীকে ধাক্কা দেওয়া হয়।
গৌরনদী হাইওয়ে থানার এসআই মো. কামরুজ্জামান জানান, নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহত যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে তার স্বজনরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চালক, সুপারভাইজার ও হেলপারের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন