রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর হাসপাতালে র‌্যাবের সাঁড়াশি অভিযান

রাজশাহীর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা
রাজশাহীর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেপ্তারের পর তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে পৃথক অভিযানে মহানগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

দালাল চক্রের দণ্ডপ্রাপ্ত সদস্যরা হলেন- নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. জামাল হোসেন (৪০), রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো. সাবজাল হক (৫২), বহরমপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. মোতাসসিম ওরফে রূপক (৩২), বগুড়ার আদমদিঘি উপজেলার চাঁপাপুর এলাকার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মো. রনি শেখ (২৫), সিপাইপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সজল (৪২), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. শাহিন আলম পিয়াস (২৪), সিপাইপাড়া এলাকার মৈরুদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্দুল জলিল (৫৫), নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার নিমরোজ আলীর ছেলে মো. রাজন আলী (৩৫), রাজপাড়া থানার কেশবপুর এলাকার মৃত লিটনের ছেলে মো. মুরসালিন (২৪), রাজপাড়া থানার ডাঁশপুকুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আহমদ আলী (৩০), কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন অপু (৩২) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার আকেজীগঞ্জ এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৪)। তাদের তিন থেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে এবং হাসপাতালের আশপাশ এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিলেন। হাসপাতালের এবং ডাক্তারদের কাছের লোক পরিচয় দিয়ে রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এ ছাড়া বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ডসহ রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নিতেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। এ ছাড়া একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

এর মধ্যে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার, রাজশাহী কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বাচ্চু রহমানকে ২০ হাজার ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সানবিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের কর্মবিরতিতে চট্টগ্রামের সরকারি স্কুলে বার্ষিক পরীক্ষা বন্ধ

গৃহবধূকে পিটিয়ে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

তারেক রহমান ভোটার হননি, যেভাবে হতে পারবেন প্রার্থী

বিপিএল : নোয়াখালীর অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে যিনি

হাসিনা-টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক

মৃত্যুর পর ভাই-বোনের কি আর দেখা হবে না? যা বলছেন আহমাদুল্লাহ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

পরিবার সঞ্চয়পত্র নিয়ে যা যা জানা দরকার

হাত-পা বাঁধা অবস্থায় মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের

১০

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

১১

চলন্ত গাড়ির ছাদে তরুণ-তরুণীর কাণ্ড ভাইরাল

১২

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

১৩

সাগরে গভীর নিম্নচাপ, শীত নিয়ে নতুন বার্তা

১৪

ডিসেম্বরের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

১৫

টিফিনের টাকায় রাশিয়ান মিগ-২৯ আদলে ‘বিমান’ বানালেন হাসিব 

১৬

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মির্জা ফখরুল

১৭

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ 

১৮

বিশ্বের নামিদামি যেসব তারকা দল পাননি বিপিএলে

১৯

এশিয়ার বন্যায় ১ হাজার প্রাণহানি, সেনাবাহিনী মোতায়েন

২০
X