রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীর হাসপাতালে র‌্যাবের সাঁড়াশি অভিযান

রাজশাহীর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা
রাজশাহীর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেপ্তারের পর তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিনে পৃথক অভিযানে মহানগরীর বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়।

দালাল চক্রের দণ্ডপ্রাপ্ত সদস্যরা হলেন- নগরীর রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. জামাল হোসেন (৪০), রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো. সাবজাল হক (৫২), বহরমপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. মোতাসসিম ওরফে রূপক (৩২), বগুড়ার আদমদিঘি উপজেলার চাঁপাপুর এলাকার মৃত আব্দুর রশিদ শেখের ছেলে মো. রনি শেখ (২৫), সিপাইপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সজল (৪২), চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মুরগিডাঙ্গা এলাকার আবুল কালাম আজাদের ছেলে মো. শাহিন আলম পিয়াস (২৪), সিপাইপাড়া এলাকার মৈরুদ্দিন প্রামাণিকের ছেলে মো. আব্দুল জলিল (৫৫), নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার নিমরোজ আলীর ছেলে মো. রাজন আলী (৩৫), রাজপাড়া থানার কেশবপুর এলাকার মৃত লিটনের ছেলে মো. মুরসালিন (২৪), রাজপাড়া থানার ডাঁশপুকুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আহমদ আলী (৩০), কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সামসুদ্দিনের ছেলে রয়েল হোসেন অপু (৩২) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার আকেজীগঞ্জ এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (২৪)। তাদের তিন থেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে রামেক হাসপাতালে এবং হাসপাতালের আশপাশ এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করে আসছিলেন। হাসপাতালের এবং ডাক্তারদের কাছের লোক পরিচয় দিয়ে রোগীদের উন্নত চিকিৎসার লোভ দেখিয়ে তাদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এ ছাড়া বিভিন্নভাবে হয়রানিমূলক কর্মকাণ্ডসহ রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলে অর্থ নিতেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি- ১৮৬০ এর ১৮৮ ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। এ ছাড়া একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

এর মধ্যে আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. ডাবলুকে ৫০ হাজার, রাজশাহী কিডনি ডায়ালাইসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. বাচ্চু রহমানকে ২০ হাজার ও মেডিকো ডায়াগনস্টিক সেন্টারের মালিক উম্মে মনিরেকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সানবিম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে পক্ষপাতিত্বে প্রমাণ হলে পরিণতি হবে ভয়াবহ : ইসি সানাউল্লাহ

বিএনপি ক্ষমতায় এলে দেশ আবার উঠে দাঁড়াবে : ড. জালাল

ময়মনসিংহে পৌঁছেছেন তারেক রহমান

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ‘গেম’ খেলছে ভারত!

বিএনপির আরও ১০ নেতাকে দুঃসংবাদ

সিলেট-৫ আসনে জমিয়ত সভাপতিকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন?

শুভশ্রীর রাজনীতিতে আসা নিয়ে মুখ খুললেন রাজ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি ২ কিশোর আহত

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, সেই বিএনপি নেতা বহিষ্কার

বৃদ্ধ দম্পতিকে হত্যা

১০

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

১১

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

১২

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

১৩

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

১৪

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

১৫

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

১৬

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

১৭

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

১৮

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১৯

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

২০
X