পটুয়াখালী পৌরসভার মেয়র পদে মো. মহিউদ্দিন আহমেদ পুনরায় দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহনুর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
৯টি ওয়ার্ডের মোট ২৪টি কেন্দ্রের ফলে জগ প্রতীকে তিনি পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র ডা. শফিকুল ইসলাম পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট। মেয়র পদে মোট প্রার্থী ছিল পাঁচজন।
বিজয়ী মো. মহিউদ্দিন আহমেদ পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।
প্রসঙ্গত, শনিবার (৯ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন