সিরাজগঞ্জের চৌহালীতে চারটি চোরাই মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে চৌহালী ও নাগরপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. আরিফুল ইসলাম (৪৩) নাগরপুরের গয়হাটা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা।
শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া মো. আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এবং চোর চক্রের সক্রিয় সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
ওসি আরও বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেল চুরি করে কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি করত। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলের প্রকৃত মালিকের সন্ধান চলছে।
মন্তব্য করুন