নরসিংদীর শিবপুরে হাড়িধোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার কারারচর এলাকার হাড়িদোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাইয়ের নাম মাহাদী (১২) ও মিশাল (৮)। তারা উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রোমান পাঠান জানান, আজ দুপুরে তারা বাড়ির পার্শ্ববর্তী হাড়িধোয়া নদীতে গোসল করতে নামে। ছোট ভাই মিশাল সাঁতার না জানায় নদীতে ডুবে যায়। এ সময় বড় ভাই মাহাদী তাকে উদ্ধার করতে নামে। এতে দুই ভাই নদীর পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ মিয়া জানান, এ বিষয়ে আমাকে কেউ অবগত করে নাই।
মন্তব্য করুন