মানুষ মানুষের জন্য। মানুষের কাছ থেকে এমনই সহানুভূতির অপেক্ষায় হাসপাতালের বিছানায় শুয়ে নবজীবনের স্বপ্ন বুনছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাবেক শিক্ষার্থী আবু হোসেন শাহরিয়ার সুমন। নিদারুণ অর্থাভাবে সুচিকিৎসা না নিতে পেরে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়ছেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ মেধাবী শিক্ষার্থী বর্তমানে কিডনি, ডায়াবেটিসসহ মেরুদণ্ডের সমস্যা নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উন্নত চিকিৎসা নিতে পারলে সুমন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে বলে চিকিৎসকরা আশাবাদী। কিন্তু উন্নত চিকিৎসায় বাদ সেধেছে অর্থ। নিদারুণ অর্থকষ্ট আর রোগ যেন একে অপরের সঙ্গী হয়ে জেকে বসেছে সুমনের শরীরে। অচিরেই উন্নত চিকিৎসা নিতে না পারলে হয়তো আমাদের মাঝ থেকে চিরতরে চলে যেতে হতে পারে সুমনকে।
আবু হোসেন শাহরিয়ার সুমন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের মো. বজলুর রহমানের পুত্র। সুমনের পিতা আশাশুনি কলেজের অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। পারিবারিকভাবে আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা নিতে পারছেন না সুমন।
বাঁচার আকুতি জানিয়ে দেশের বিত্তবানদের প্রতি, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে সাহায্যের চেয়েছেন। জবির শিক্ষার্থীরা অন্তত কিছু করবেন, তার পাশে দাঁড়াবেন এমনটি প্রত্যাশা সুমনের।
চলতি রমজানে জাকাতের কিছু অংশ চিকিৎসায় দান করতে আহ্বান জানিয়েছেন সুমনের পরিবার। সুমনকে সাহায্য পাঠাতে- মোবাইল ও বিকাশ/নগদ নম্বর : ০১৬৭৭৬২২৪১১ (বাবা), ০১৭১৫৯৯৮৩৯৬ (মা)।
মন্তব্য করুন