দেশেই চাষ হচ্ছে জিরার। প্রথমবারের মতো নাটোরের নলডাঙ্গায় চাষ হচ্ছে মসলা জাতীয় অর্থকারী ফসল জিরার। এদিকে এ ফসলের আবাদে সফলতা পেয়ে খুশি কৃষকরা।
উপজেলার কিছু জমিতে পরীক্ষামূলকভাবে কৃষক পর্যায়ে জিরা চাষ শুরু হয়েছে। এতে বেশ সফলতাও পাওয়া গেছে। এ কাজে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। আগামীতে বাণিজ্যিকভাবে জিরা চাষ সম্প্রসারণ করার ইচ্ছে পোষণ করেছেন অনেক কৃষক।
জিরা চাষি আসাদুল ইসলাম বলেন, কিছু জমিতে নিয়ম মেনে সঠিক পরিচর্যায় আবাদ করায় ভালো সফলতা পেয়েছি। আগে জানলে আরও বেশি জমিতে জিরার চাষ করতাম। তবে আগামী বছর আরও বেশি জমিতে জিরার চাষ করব।
উপসহকারী কৃষি কর্মকতা শরিফুল ইসলাম বলেন, প্রথমবারের মতো জিরার আবাদে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছি। এ সফলতায় আমরা খুশি।
নলডাঙ্গা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. কিষোয়ার হোসেন বলেন, এ এলাকার মাটি ও আবহাওয়া জিরা চাষের উপযোগী হওয়ায় আগামীতে কৃষক পর্যায়ে বাণিজ্যিকভাবে জিরা চাষ সম্প্রসারণ ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। আর বেশি জিরা চাষ করে আমদানি খরচ কমানো সম্ভব। কৃষক পর্যায়ে মসলা জাতীয় ফসল জিরা চাষ সম্প্রসারণ করা গেলে স্থানীয়ভাবে একদিকে যেমন জিরার উৎপাদন বৃদ্ধি পাবে, সেইসঙ্গে জিরার আমদানি নির্ভরতা কমানো গেলে দেশের বৈদিশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন