সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

অভিযুক্ত মাইকেল (বায়ে) ও মো. ইলিয়াস (ডানে)।
অভিযুক্ত মাইকেল (বায়ে) ও মো. ইলিয়াস (ডানে)।

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে। তবে অভিযুক্তদের দাবি, জেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ভিত্তিহীন এ অভিযোগ করা হয়েছে।

গত ১৩ মার্চ বগুড়ার সদর থানার ফুলদিঘী গ্রামের আব্দুল মোমিনের ছেলে সজিব আহমেদ মনির (২৫) রায়গঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক আলামিনসহ ৬ জন।

লিখিত অভিযোগে সজিব উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ ৪ জন প্রাইভেটকারযোগে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে অভি হাইওয়ে ভিলা নামে এক রেস্টুরেন্টে খাবার বিরতি দেন তারা। খাওয়া শেষে প্রাইভেটকারে ওঠার সময় মাইকেল, ইলিয়াস ও আলামিনসহ আরও ৬ জন প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে এসে পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে দেশীয় অস্ত্র ধরে তাদের কাছে থাকা ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

সজিব বলেন, আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। রেস্টুরেন্টে খাওয়া শেষ করে গাড়িতে ওঠার সময়ই হঠাৎ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের পথরোধ করে। দুজনকে মারধরও করে। পরে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিযোগ দিতে দেরি হয়। ঘটনার দিন বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অবগত করা হয়নি।

রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের আগের দিন রাত ২টার দিকে আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে অভি হাইওয়ে ভিলায় খাচ্ছিলাম। পাশেই আমার বাড়ি। এ অবস্থায় হাইওয়ে ভিলার পাশে কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তাদের হাতে নির্বাচনী লিফলেট দেখে প্রশ্ন করি আগামীকাল নির্বাচন, আজ এত রাতে আপনারা এখানে কেন? এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচন পরে শুনি তারা এমন অভিযোগ করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, ঘটনার ১৫ দিন পর আমরা অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। অভিযোগে কী বলা হয়েছে জানি না। তবে এটা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঘটনা। নির্বাচনে তারা একটি পক্ষ ছিল। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, আমরা এ বিষয়ে একটি লিখিত পেয়েছি। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X