সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

অভিযুক্ত মাইকেল (বায়ে) ও মো. ইলিয়াস (ডানে)।
অভিযুক্ত মাইকেল (বায়ে) ও মো. ইলিয়াস (ডানে)।

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে। তবে অভিযুক্তদের দাবি, জেলা পরিষদ নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে ভিত্তিহীন এ অভিযোগ করা হয়েছে।

গত ১৩ মার্চ বগুড়ার সদর থানার ফুলদিঘী গ্রামের আব্দুল মোমিনের ছেলে সজিব আহমেদ মনির (২৫) রায়গঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন- রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মাইকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস ও সাধারণ সম্পাদক আলামিনসহ ৬ জন।

লিখিত অভিযোগে সজিব উল্লেখ করেন, গত ৮ মার্চ রাত সাড়ে ১১টায় তিনিসহ ৪ জন প্রাইভেটকারযোগে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। যাওয়ার পথে অভি হাইওয়ে ভিলা নামে এক রেস্টুরেন্টে খাবার বিরতি দেন তারা। খাওয়া শেষে প্রাইভেটকারে ওঠার সময় মাইকেল, ইলিয়াস ও আলামিনসহ আরও ৬ জন প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে এসে পথরোধ করে। তারা ডিবি পরিচয় দিয়ে জোর করে গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে দেশীয় অস্ত্র ধরে তাদের কাছে থাকা ব্যবসার ৯ লাখ ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

সজিব বলেন, আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর আমার দাদার বাড়ি। আমার মামা মকবুল হোসেন মুকুল সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ঘটনার দিন রাতে আমি ব্যবসার টাকা নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলাম। রেস্টুরেন্টে খাওয়া শেষ করে গাড়িতে ওঠার সময়ই হঠাৎ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে আমাদের পথরোধ করে। দুজনকে মারধরও করে। পরে জোর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর জেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অভিযোগ দিতে দেরি হয়। ঘটনার দিন বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কারণে অবগত করা হয়নি।

রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মো. মাইকেল টাকা ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করে বলেন, জেলা পরিষদ নির্বাচনের আগের দিন রাত ২টার দিকে আমরা নির্বাচনী ওয়ার্ক করে এসে অভি হাইওয়ে ভিলায় খাচ্ছিলাম। পাশেই আমার বাড়ি। এ অবস্থায় হাইওয়ে ভিলার পাশে কিছু অপরিচিত লোক দেখে সন্দেহ হয়। তাদের হাতে নির্বাচনী লিফলেট দেখে প্রশ্ন করি আগামীকাল নির্বাচন, আজ এত রাতে আপনারা এখানে কেন? এ নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এর থেকে বেশি কিছু নয়। নির্বাচন পরে শুনি তারা এমন অভিযোগ করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস বলেন, ঘটনার ১৫ দিন পর আমরা অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। অভিযোগে কী বলা হয়েছে জানি না। তবে এটা জেলা পরিষদ নির্বাচন নিয়ে ঘটনা। নির্বাচনে তারা একটি পক্ষ ছিল। তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. হারুন-অর-রশিদ জানান, আমরা এ বিষয়ে একটি লিখিত পেয়েছি। অভিযোগটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুল

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

১০

বিয়ে করলেন তনুশ্রী

১১

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ , সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত 

১২

থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ২ শতাধিক নেতাকর্মী

১৪

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

১৫

বিএনপির ৯ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৬

গুলিতে ছাত্রদল নেতা সাদ্দাম নিহত

১৭

সমুদ্রের নিচের ভূমিকম্পে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

১৮

ভেনেজুয়েলার মাটিতে শিগগিরই ‘যুদ্ধ শুরুর’ ঘোষণা ট্রাম্পের

১৯

বিপিএলের কোন ইভেন্ট কোথায়, কবে

২০
X