শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে টোকেন দিয়ে স্বাধীনতা দিবসের নামে চাঁদাবাজি

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নামে চাঁদা আদায়ের কুপন। ছবি : কালবেলা
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নামে চাঁদা আদায়ের কুপন। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে স্বাধীনতা দিবস পালনের নামে কুপন দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) নিতাই কুমার সাহা ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুজন পালের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ইউএনও কার্যালয়ের সিএ সুজন পাল ও নিতাই কুমার সাহা ব্যবসায়ীদের দেওয়া কুপন দিয়ে টাকার বিভিন্ন অঙ্ক উল্লেখ করে ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন হিসেবে অনুদান’ লেখা সিল দিচ্ছেন। গোল সিলে লেখা, ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চরভদ্রাসন।’

ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কুপন অনুযায়ী যদি চাঁদা না দেওয়া হয় তাহলে পরবর্তীতে ইউএনও ও এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে- বলে তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা হয়েছে।

১৮ ও ১৯ মার্চ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দেওয়া এ-জাতীয় কয়েকটি কুপন এসেছে কালবেলা প্রতিনিধির হাতে। টোকেনগুলোতে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে।

ইউএনও কার্যালয় থেকে এ জাতীয় কতটি কুপন ব্যবসায়ীদের দেওয়া হয়েছে, সে সংখ্যা জানা যায়নি। তবে কুপন হাতে পেয়ে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করেছেন, এমন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে কালবেলা প্রতিবেদকের।

নাম প্রকাশ না করার শর্তে এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, ইউএনও কার্যালয়ের ওই দুই সিএ কুপন দেওয়ার পর তার কাছ থেকে ৪ হাজার টাকা চাঁদা আদায় করেছেন ইউএনও কার্যালয়ের সিএ সুজন পাল।

এক কাঠ ব্যবসায়ী বলেন, আমার দোকানে এসে সুজন পাল ৩ হাজার টাকার চাঁদার রশিদ দিয়ে চাঁদা আদায় করেছে। যদি চাঁদা না দেওয়া হয় তাহলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে বলে হুমকি প্রদান করা হয়।

একজন সিমেন্ট ব্যবসায়ী বলেন, আমাদের বাজারের চারজন সিমেন্ট ডিলারের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে। বাধ্য হয়েই আমারা তাদের এই চাঁদা দিয়ে থাকি।

২৬ মার্চ উপলক্ষে কুপন দিয়ে টাকা তোলার কথা অস্বীকার করে ইউএনওর উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) সুজন পাল কালবেলাকে বলেন, এই চাঁদা তোলার বিষয়ে আমি কিছুই জানি না, আপনারা কোনো অভিযোগ পেলে আমার স্যার আছেন (ইউএনও) অফিসে এসে তার সঙ্গে কথা বলুন। চাকরি করতে গেলে এমন অনেক মানুষ অনেক কিছুই বলে থাকে।

ইউএনওর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নিতাই কুমার সাহা কালবেলাকে বলেন, আমি অফিসের টাকা পয়সার বিষয়ে কিছুই জানি না, এই বিষয়ে সিএ সুজন দাদার সঙ্গে কথা বলুন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের সঙ্গে এ বিষয়ে কালবেলা প্রতিবেদকের কথা হলে তিনি জানান, তিনি এখানে নতুন জয়েন্ট করেছেন, অফিস থেকে কুপনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য টাকা নেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না।

তিনি আরও বলেন, টাকা তোলার বিষয়ে তিনি সিএকে এমন পরামর্শ দেয়নি। এ বিষয় ইতোমধ্যে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

ভারত-পাকিস্তান উত্তেজনায় অবস্থান স্পষ্ট করলে চীন

সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা শুরু

ধান শুকানোকে কেন্দ্র করে ভাইকে খুন

ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান বিলাওয়াল ভুট্টোর

‘নিজেরাই ফ্যাসিস্ট হয়ে উঠছি কিনা, খেয়াল রাখতে হবে’

সাবেক এমপি শেখ সুজাতের ওপর হামলা

পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ

৩৬৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন

বগুড়ায় সাংবাদিককে বেধড়ক মারধর

১০

সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য : তারেক রহমান 

১১

ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে ফায়ারফাইটারদের লড়াই, দেখুন ছবিতে

১২

জ্বলছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের

১৩

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

১৪

ভারতে পাকিস্তানি শিল্পীদের এখন আর খুঁজে পাওয়া যাবে না

১৫

নারীদের কাজ নিয়ে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির

১৬

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৭

নুসরাতের কঠিন জবাব 

১৮

‘ভারতের সাত রাজ্য দখল’ নিয়ে ফজলুর রহমানের মন্তব্যে সরকার একমত না

১৯

চলমান উত্তেজনা নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানের আলাপ

২০
X