ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৪:০৯ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দাম কমে অর্ধেক, তবুও মিলছে না ক্রেতা

দিনাজপুরে দাম কমলেও ক্রেতা পাচ্ছেন না তরমুজ ব্যবসায়ীরা। ছবি : কালবেলা
দিনাজপুরে দাম কমলেও ক্রেতা পাচ্ছেন না তরমুজ ব্যবসায়ীরা। ছবি : কালবেলা

এক সপ্তাহ আগে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে চড়া দামে তরমুজ বিক্রি হলেও দাম এখন অর্ধেকে নেমে ৪০ টাকা কেজি হলেও ক্রেতা সংকটে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।

বিক্রেতারা বলছেন, পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তরমুজ ফুলবাড়ী উপজেলার হাটবাজারে আসছে। এতে বেড়েছে তরমুজের সরবরাহ। কমেছে দাম। এরপরও মিলছে না পর্যাপ্ত ক্রেতা। ক্রেতার অভাবে মৌসুমী এ ফলের পসরা সাজিয়ে বসে থাকতে হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে পৌর এলাকার নিমতলা মোড়ের তরমুজ পট্টিতে গিয়ে দেখা যায়, আকার ও প্রকার ভেদে প্রতি কেজি তরমুজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ একই তরমুজ গত এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

নিমতলা মোড়ের তরমুজ পট্টির তরমুজ ব্যবসায়ী সাইদুল ইসলাম ও সাদেক আল সারওয়ার্দী বলেন, গত ১৩ দিন আগে খুলনা ও সাতক্ষীরা থেকে তিন ট্রাক তরমুজ ৫০ টাকা কেজি দরে কিনে এনেছিলেন। এরসঙ্গে রয়েছে পরিবহন খরচ। কিন্তু এখন কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে আসায় বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছেন তরমুজ ব্যবসায়ীরা।

একই এলাকার আরেক তরমুজ ব্যবসায়ী শ্রী মন্টু রায় বলেন, বর্তমানে আড়তে আমদানি সরবরাহ বেশি এবং বাজারে চাহিদা কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে তরমুজের দাম কমেছে কেজিতে আকার ও প্রকার ভেদে ১৫ থেকে ২৫ টাকা। ফলে বর্তমানে প্রতিকেজি তরমুজ বিক্রি করতে হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা দরে। বিক্রি ও দাম কমে যাওয়ায় লোকসানের মুখে অনেক ব্যবসায়ীর পুঁজি হারিয়ে যাবে।

তরমুজ কিনতে আসা রাজমিস্ত্রি বাবু ইসলাম বলেন, এক সপ্তাহ আগে তরমুজের দাম বেশি ছিল। এখন দাম কম হওয়ায় ৪০ টাকা কেজি দরে ৫ কেজি ওজনের একটা তরমুজ কিনেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, ফুলবাড়ী উপজেলায় বাণিজ্যিকভাবে তরমুজ চাষাবাদ না হলেও ব্যক্তিবিশেষে কিছু তরমুজ আবাদ করে থাকেন। তবে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরমুজ এনে স্থানীয় বাজারে বিক্রি করছেন। এ মুহূর্তে বাজারে এ ফলটির সরবরাহ বেশি হওয়ায় দাম কমে আসেছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল বলেন, প্রথম থেকেই তরমুজের বাজারে উপজেলা প্রশাসনের নজরদারী ছিল। যাতে কেউ অযাচিতভাবে দাম বাড়াতে না পারে। তবে সরবরাহ বাড়ায় তরমুজের দাম কমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন

তারেক রহমান ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করবেন : মাহবুবুর রহমান 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

১০

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১৩

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১৪

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৫

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৬

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

১৭

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১৮

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

১৯

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

২০
X