সাইদুল ইসলাম ও আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ

 চট্টগ্রামে খসে পড়ছে মুঘল বিজয়ের স্মারক

আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ছবি : কালবেলা
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ছবি : কালবেলা

দুটি সড়ক পাশাপাশি চলে গেছে দুদিকে। সেই সংযোগ সড়কের কোল ঘেঁষে পাহাড়। আর পাহাড়ের আগায় উঁকি দিচ্ছে অনিন্দ্য সুন্দর ইমারত-সবুজ গম্বুজ। এমন স্থাপত্য সৌন্দর্যে নজর পড়লেই যেন চোখ জুড়িয়ে যায়। মুঘল স্থাপত্যরীতিতে গড়ে ওঠা মসজিদটি চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত। মুঘল সম্রাট আওরঙ্গজেবের হাতে চট্টগ্রাম বিজয়ের পর প্রাদেশিক শাসক শায়েস্তা খাঁ’র ছেলে উমেদ খাঁ প্রথম চট্টগ্রামে আন্দরকিল্লায় প্রবেশ করেন। সেই বিজয়ের স্মৃতি ধরে রাখতেই এ মসজিদটি নির্মাণ হয়েছিল সাড়ে ৩০০ বছর আগে। এসব কারণেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মসজিদটিকে বলা হয় মুঘল বিজয়ের স্মারক।

তবে শত শত বছর পর ধীরে ধীরে ভেঙে পড়ছে মসজিদের পিলার, মিনারসহ বিভিন্ন অংশ। ফাটল ধরেছে দেয়ালে। বাইরে বৃষ্টি হলেই কিছু কিছু জায়গায় চুপসে পানি ঢুকে পড়ে মসজিদের ভেতর। ছাদের সিলিং, পিলার ফেটে গেছে বহু আগেই। এদিক সেদিক থেকে বেরিয়ে এসেছে রড-সুড়কি। ছাদ, গম্বুজ, দেয়ালসহ বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে পলেস্তারা। তালগাছের মতো উঁচু যে মিনারগুলো রয়েছে সেগুলোর দেয়াল চৌচির হয়ে সৃষ্টি হয়ে বড় বড় ফাটল। দেয়ালে ফাটলের ওপর তাকালেই ফাটা অংশ ভেদ করে দেখা যায় ওপাশের আকাশ। খসে পড়া বিভিন্ন অংশ পড়ে থাকে মাটিতে। এ যেন শুধু মসজিদের অবকাঠামো নয়, খসে পড়ছে ঐতিহাসিক মুঘল বিজয়ের স্মারক।

মূলত প্রাচীনতম এ মসজিদটি ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হিসাবে ১৯৮৬ সালে পুরার্কীতির তালিকাভুক্ত করা হয়। যা সরকারি গেজেটে ‘দি চিটাগাং শাহী জামে মসজিদ’ হিসেবে উল্লেখ থাকলেও সাধারণ মানুষের কাছে ‘আন্দরকিল্লা শাহী জামে মসজিদ’ হিসেবেই পরিচিত। মুঘল বিজয়ের স্মারক হিসেবে পরিচিত এ মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত হওয়ার কারণে সংস্কার কাজ করতে পারছে না মসজিদ কমিটি। তবে আরও আগে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের মূল নকশা পরিবর্তন না করে একটি নকশা তৈরির কথা জানানো হলেও তার অগ্রগতি কতটুকু তা জানা যায়নি।

জানা যায়, কুয়েত সরকারের আর্থিক সহযোগিতায় ২০১৩ সালে ১৫৭ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। কুয়েত ডেভেলপমেন্ট কনসালটেন্ট (কেডিসি) মসজিদের একটি নকশাও তৈরি করেছিল। কিন্তু মসজিদটি পুরাকীর্তির তালিকাভুক্ত হওয়ায় সে সময় তা বাস্তবায়ন হয়নি। প্রায় ১০ বছর আগে জরাজীর্ণ হয়ে পড়ায় দ্বিতীয় তলায় বন্ধ আছে নামাজ পড়া। যা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। দ্বিতীয় তলার ছাদ, পিলারসহ বিভিন্ন অংশ খসে পড়ছে। সেখানে যেন কেউ ঢুকতে না পারে প্রবেশ মুখে দিয়ে রাখা হয়েছে বাঁশের বাঁধ।

মসজিদের জরাজীর্ণ অবস্থা নিয়ে কালবেলা প্রতিবেদকের সাথে কথা হয় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভাপতি সালাউদ্দিন কাশেম খান ও সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীনের সঙ্গে। দীর্ঘদিন ধরে মসজিদের মুসল্লিদের সুযোগ-সুবিধা এবং মসজিদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সংযুক্ত আছেন তারা। মুসল্লিদের অসুবিধার বিষয়গুলোও বিভিন্ন জায়গায় তুলে ধরছেন কাশেম-জয়নাল আবেদীনের নেতৃত্বাধীন মুসল্লি পরিষদ। এর মধ্যেই সালাউদ্দিন কাশেম খান দেশের বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত। তুরস্কসহ বিভিন্ন দেশে চট্টগ্রামে প্রাচীনতম এই মসজিদের ইতিহাস প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সোচ্চার আছেন ঐতিহ্য রক্ষায়।

মুসল্লি পরিষদের সভাপতি সালাউদ্দিন কাশেম খান কালবেলাকে বলেন, এটা সরকারের অধীনে হওয়ায় কোনো সংস্কার কাজও করা যাচ্ছে না। মাঝে মধ্যে কিছু ছোটখাটো কাজ করি আমরা। কিন্তু যদি অনুমতি পাওয়া যায় তাহলে সবার সহযোগিতায় নতুন মসজিদ কিংবা পুরানো মসজিদের অবকাঠামো ঠিক রেখে নতুন মসজিদ নির্মাণ করা সম্ভব হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব প্রাচীনতম এই মসজিদ ও স্থাপত্য রক্ষায় কোনো উদ্যোগ নেওয়া হোক।

বিভিন্ন নথিপত্র ঘেঁটে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের আন্দরকিল্লার সাথে মুঘলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনি সম্পর্কিত। এই কিল্লা বা কেল্লায় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল। ১৬৬৬ খ্রিষ্টাব্দের শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ এই আন্দরকিল্লার অন্দরে বা ভিতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খাঁ ১৬৬৭ খ্রিষ্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।

আরও জানা যায়, ১৭২৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের আরেক শাসনকর্তা নবাব ইয়াসিন খাঁ, এই জামে মসজিদটির কাছাকাছি, পাহাড়ের উত্তর-পূর্ব দিকের একটি টিলার উপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করে তার নাম কদম-রসুল রাখলে সাধারণ মানুষের কাছে ঐ মসজিদটি গুরুত্ব পেয়ে যায় এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদ লোকশূন্য হয়ে পড়ে। ১৭৬১ খ্রিষ্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই মসজিদটিকে গোলাবারুদ রাখার গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে। ১৮৮৫ খ্রিষ্টাব্দে হামিদুল্লাহ খাঁর আবেদনের প্রেক্ষিতে মসজিদটি মুসলমানদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হয়।

মুসল্লি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন কালবেলাকে বলেন, মসজিদের দ্বিতীয়তলা একেবারেই জরাজীর্ণ হয়ে গেছে। বহু বছর ধরে সেখানে নামাজ আদায় হচ্ছে না। এটি সাড়ে ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ। মুঘল বিজয়ের স্মারক হিসেবে হয়েছে। পরবর্তী ব্রিটিশ শাসনকালে নামাজ আদায় বন্ধ ছিল। এখানে গোলাবারুদ-অস্ত্রশস্ত্র রাখা হতো। পরে ঘটনাক্রমে আবারও নামাজ আদায় শুরু হয়। মূলত ১৬৬৭ সালে এই মসজিদ নির্মাণের পর থেকেই চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে উঠে আন্দরকিল্লার এই মসজিদ।

তিনি বলেন, এই মসজিদের খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনা থেকে আওলাদে রাসুলগণ। ফলে অল্পদিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে এই মসজিদ থেকে চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলার শীর্ষ রাজনৈতিক নেতা থেকে শুরু করে আমলাও নামাজ পড়ে। চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ের এই মসজিদে প্রতিদিনই হাজার হাজার মানুষ নামাজ পড়েন। তাছাড়া রমজানে ইফতার করেন প্রতিদিনই প্রায় ৩ হাজারের উপরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

দেবের প্রশংসায় ইধিকা

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১০

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১১

জ্বালানি তেলের দাম কমবে কবে

১২

ভুল করে বাসের ভাড়া না দিলে কী করবেন? যা বলছেন আলেমরা

১৩

যেসব এলাকায় বেশি সক্রিয় বৃষ্টিবলয় স্পিড

১৪

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার্ : আপিলের রায় ৪ সেপ্টেম্বর

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৬

ভিসা ইস্যু করা নিয়ে যে তথ্য জানাল যুক্তরাষ্ট্র

১৭

খাগড়াছড়িতে মা ও মেয়েকে গলা কেটে হত্যা

১৮

সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ ওয়াসিম আকরামের

১৯

প্রাক্তনদের উদ্দেশে যা বললেন ইমন

২০
X