বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিএস টেক্সটাইল নামে একটি কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করে। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার এসিএস টেক্সটাইলের সামনের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
পরে নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করেন।
এসময় শ্রমিকরাও তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে নারায়ণগঞ্জ পুলিশের এডিশনাল এএসপি ও শ্রমিকদের মোট ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কারখানার বিক্ষোভরত শ্রমিকরা বলেন, বরপা এলাকার এসিএস টেক্সটাইল নামে কাপড় তৈরির কারখানায় কাজ করে আসছেন বিগত চার মাস ধরে বেতন দেই দিচ্ছি করে আশ্বাস দিয়ে ঘুরাচ্ছেন ওই কারখানার কর্তৃপক্ষ। গত মাসে ঈদে আমাদের বকেয়া বেতন বোনাসসহ সব কিছু দেওয়া হবে বলেন। কিন্তু এখন আবার বলছেন ঈদের পর পরিশোধ করবেন। এখানকার বাড়ি ভাড়া খাবার বিলের জন্য প্রচুর চাপে রয়েছি। এমন সময় আমাদের বকেয়া বেতন না দেওয়া হলে আমরা সড়ক ছাড়বো না।
এদিকে পুলিশ এসে আমাদের ওপর লাঠিচার্জ করা শুরু করেন এতে আমাদের বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী অব্যাহত থাকবে।
রূপগঞ্জ থানার ওসি তদন্ত জুবায়ের হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে নারায়ণগঞ্জ পুলিশের এডিশনাল এএসপি তরিকুল ইসলাম মাথায় আঘাত পেয়েছেন। বর্তমানেপরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন