সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে যাত্রীর চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মহাসড়কে নেই যানজট। ছবি : কালবেলা
মহাসড়কে নেই যানজট। ছবি : কালবেলা

ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। যাত্রীর চাপ কম থাকায় কোনো ভোগান্তি ছাড়াই কর্মস্থল ছাড়ছেন শিল্পাঞ্চল সাভারের মানুষ। তবে যাত্রীর চাপ কম থাকলেও বাস ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ বলে অভিযোগ সাধারণ যাত্রীদের।

শনিবার (৬ এপ্রিল) সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে সড়কে ঘরে ফেরা মানুষের তেমন চাপ দেখা যায়নি কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে বিভিন্ন কাউন্টারে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঢাকা থেকে সিরাজগঞ্জের ভাড়া ৩৭২ টাকা, বগুড়ার ভাড়া ৫৫৮ টাকা, নাটোর ৫৯৩ টাকা, পাবনা ৬৪৬ টাকা, নওগাঁ ৭০১ টাকা, রাজশাহী ৭১২ টাকা, জয়পুরহাট ৭১২ টাকা, রংপুর ৮৭৯ টাকা, দিনাজপুর ৯৪০ টাকা, লালমনিরহাট ৯৯৪ টাকা, কুড়িগ্রাম ১০০২ টাকা, নীলফামারী ১০১৬ টাকা, ঠাকুরগাঁও ১০৯৫ টাকা ও পঞ্চগড় ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে ভাড়ার চেয়ে প্রতিটি গন্তব্যস্থলে যেতে জনপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে দাবি যাত্রীদের।

নবীনগর বাস টার্মিনাল থেকে নাটোরের টিকিট কেটেছেন মো. শফিক মিয়া। তার দাবি, ৫৯৩ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও তাকে প্রতিটি টিকিট কিনতে হয়েছে ৯৫০ টাকা দরে।

সুমন মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, আমাদের দোকান চাঁদ রাতেও খোলা। তাই পরিবারকে ভিড় বাড়ার আগেভাগেই গ্রামে পাঠাচ্ছি। কিন্তু যাত্রীর চাপ বাড়ার আগেই এরা টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে।

নবীনগর বাস টার্মিনালের সোহাগ পরিবহনের কাউন্টার ইনচার্জ নাইম খান বলেন, আমরা বেশিরভাগ টিকিট অনলাইনে বিক্রি করি। অল্প কিছু টিকিট এখান থেকে বিক্রি হয়। তবে আমাদের কাউন্টারে অতিরিক্ত দাম রাখার কোনো সিস্টেম নেই। হয়তো লোকাল কোনো কাউন্টার বেশি রাখতে পারে।

সাভার হাইওয়ে থানার ওসি (চলতি দায়িত্ব) এসআই বাবুল আকতার বলেন, সাভারের মহাসড়কগুলোতে এখনো অতিরিক্ত যানবাহনের চাপ লক্ষ করা যায়নি। গণপরিবহনে নির্ধারিতের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। অতিরিক্ত ভাড়া অদায়ের ব্যাপারে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে গত ৪ এপ্রিল সাভারের মহাসড়কের পরিস্থিতি পরিদর্শনে এসে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আমরা তার সহযোগী হিসেবে কাজ করছি। এ ব্যাপারে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১০

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১১

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১২

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৩

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৪

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৫

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৬

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৭

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৮

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৯

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

২০
X