জামালপুরের মেলান্দহে আগুনে পুড়ে ছাই হলো ঐতিহ্যবাহী গোদা ডাঙ্গা জলমহালের ওপর নির্মিত রিভারভিউ ফুড ভিলেজ অ্যান্ড পার্ক। বুধবার (১০ এপ্রিল) উপজেলার ৮নং ফুলকোচা ইউনিয়নের এ রেস্টুরেন্টে ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির মালিক জুয়েল আহমেদ।
খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এ সময় ইউনিট লিডার মো. নাসির উদ্দীন খন্দকার বলেন, ‘এখনই বলা যাচ্ছে না ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে, এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি পরিকল্পিত। তবে অধিকতর তদন্ত শেষে হয়তো বলা যাবে।’
মন্তব্য করুন